১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২০ সেপ্টে ২০২২ ০৬:০৯
সুনামগঞ্জ প্রতিনিধি:- লোকাল গর্ভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টে-৩ এর অগ্রগতি ও অর্জন অবহতিকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো.সুমন মিয়া,সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক ও প্রকাশক পঙ্কজ দে, আরটিভির ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, নিউজ ২৪ টেলিভিশন ও দৈনিক ইওেফাকের জেলা প্রতিনিধি মো.বুরহান উদ্দিন সহ জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এলজিএসপি মাধ্যমে জেলার প্রতিটি ইউনিয়নের গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন হচ্ছে। ২০১৭ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৬ বছর মেয়াদী এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫ হাজার ৭৪৪ কোটি টাকা। এতে বাংলাদেশ সরকার ৩ হাজার ১৫৩ কোটি টাকা ও বিশ^ব্যাংক থেকে ২৫৯১ কোটি টাকা ঋণ পাওয়া গেছে। এই প্রকল্পের বরাদ্দের টাকা সরাসরি দেশের ৪৫৭১ টি ইউনিয়ন পরিষদের ব্যাংকে পাঠানো হয়েছে। এলজিএসপি মাধ্যমে গ্রামের রাস্তাঘাট, ব্রিজ কালর্ভাট, পরিবেশ উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন, বিকাশে কাজে লাগছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766