৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৩ সেপ্টে ২০২২ ০৫:০৯
সুরমাভিউ:- সিলেট মহানগরীর অবৈধ ছড়া-খাল উদ্ধারের দাবী জানিয়েছে জাগো সিলেট আন্দোলন। সামান্য বৃষ্টিতে নগরীর বাসা,বাড়ি, দোকানপাটে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ উদঘাটনে সিসিক কর্তৃপক্ষকে আরো কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে জাগো সিলেট আন্দোলনের মেন্দিবাগস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ দাবী জানান।
জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফি উদ্দিন রুকনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আব্দুর রহিম, সম্রাজ মিয়া, আরিফ মিয়া, রেজওয়ান আহমদ রাকিন, মিজানুর রহমান ইয়াসিন, নাসির বক্স, জাহাঙ্গীর আলম, মো: আব্দুর রব, মো: দুখু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, সিলেটে অতীতেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এখন অল্প বৃষ্টি হলেই মানুষের বাসা, বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। ভোগান্তি পোহাতে হচ্ছে নাগরিককে। বক্তারা সিসিক মেয়রের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করে বলেন, একটি কাজ শেষ না হতেই অন্য একটি কাজ শুরুর কারণেই মানুষকে জলাবদ্ধতার শিকার হতে হচ্ছে। বক্তারা, নগরীর বিভিন্ন ওয়ার্ডের ছড়া, খালের ময়লা আবর্জনা অপসারণে ও মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাউন্সিলরদের সম্বনয়ে তদারকি কার্যক্রম বৃদ্ধির আহ্বান জানান। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766