মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:- মৌলভীবাজারে ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি মৌলভীবাজারের আয়োজনে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতাটির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ জাহিদ আখতার।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ক্রীড়া প্রতিযোগিতাও অনেক সম্প্রসারিত হয়েছে। বর্তমানে সরকার বিভিন্ন ক্রীড়াভিত্তিক ইভেন্ট চালু করেছে এবং ক্রীড়াকে এগিয়ে নিতে কাজ করছে। এসময় মাদককে না বলুন প্রসঙ্গেও মতামত ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক।
এদিকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।
প্রতিযোগিতাটিতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়সহ জেলা সদরসহ ৭ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।