বিশিষ্ট ব্যবসায়ী জামিল ইকবাল এনআরবি ব্যাংক’র ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

প্রকাশিত:সোমবার, ১২ সেপ্টে ২০২২ ০৮:০৯

বিশিষ্ট ব্যবসায়ী জামিল ইকবাল এনআরবি ব্যাংক’র ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত

সুরমাভিউ:-  সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মো. জামিল ইকবাল এনআরবি ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে তাকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

মো. জামিল ইকবাল দেশের অন্যতম বৃহত্তম কনস্ট্রাকশন কোম্পানী জামিল ইকবাল লিমিটেড এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি সাত বার সিলেটের সর্বোচ্চ করদাতা হিসাবে রাষ্ট্রীয় পুরস্কার অর্জন করেছেন। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির একজন সক্রিয় সদস্য হিসেবে কনস্ট্রাকশন ব্যবসায় দেশেব্যাপী তার সুনাম রয়েছে।

২০২০-২১ অর্থবছরে তার প্রতিষ্ঠান জামিল ইকবাল লিমিটেড ফার্ম ক্যাটাগরিতে সারাদেশে ২য় এবং সিলেট বিভাগীয় পর্যায়ে ১ম স্থান অর্জন করে।

সিলেটের বিয়ানীবাজার উপজেলার আকাখাজনা বড়বাড়ি গ্রামের সনামধন্য ব্যবসায়ী মরহুম আশহাক আহমদ ও মহিয়ষী নারি হবিবুন নেছা চৌধুরী জামিল ইকবালের গর্বিত পিতা-মাতা। তিনি দেশের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশন মেশিনারিজের আমদানীকারক এবং মধ্যপ্রাচ্যের দুবাইয়ের বিখ্যাত আলআনুদ পারফিউম এর পরিচালক।

এ সংক্রান্ত আরও সংবাদ