দোয়ারাবাজারে অধ্যক্ষকে মারধরের ঘটনায় ২ জনকে পুলিশে সোপর্দ
প্রকাশিত:সোমবার, ১২ সেপ্টে ২০২২ ০৮:০৯
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে মারধরের ঘটনায় দুই জনকে পুলিশে সোপর্দ করেছে বাংলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান আবুল হুসাইন। রবিবার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাদী হয়ে দোয়ারাবাজার থানায় মামলা করেন মামলা( নং১৩)।
রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে দোয়ারাবাজার থানায় তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়। মারধরের শিকার উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজীর আহম্মদ। আর অভিযুক্তরা হলেন দেলোয়ার হোসেন, মোখলিছুর রহমান, সোহাইব আহমদ ও ফয়জুর রহমান। এদের মধ্যে দেলোয়ার হোসেন, মোখলিছুর রহমানকে রাতে থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান বলেন ঘটনা জানতে পেরে সাথে সাথে দুই জনকে দোয়ারাবাজার থানায় পুলিশের হাতে সোপর্দ করেছি।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।