দ্বিতীয় বারের মতো মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান

প্রকাশিত:শনিবার, ১০ সেপ্টে ২০২২ ১১:০৯

দ্বিতীয় বারের মতো মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান

সেলিম আহমেদ, সিনিয়র রিপোর্টার:-  মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আবারও পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশসক মিছবাহুর রহমান। শনিবার ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মিছবাহুর রহমানকে দ্বিতীয় বার জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়।

এবার ইভিএম পদ্ধতিতে মৌলভীবাজার সহ দেশের ৬১টি জেলা পরিষদের ভোট গ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৫ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত চলবে।

দলীয় মনোনয়ন প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন: “আলহামদুলিল্লাহ! সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ্ তায়ালার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে।

এদিকে বাংলাদেশ আওয়ামিলীগের ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গত বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক।আলহাজ্ব মিছবাহুর রহমান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছিলেন । মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন আলহাজ্ব মিছবাহুর রহমান। এর আগে তিনি জেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন আলহাজ্ব মিছবাহুর রহমান। তিনি সাবেক জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

গত বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা তাঁতী লীগের সভাপতি আলী হায়দার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধাপদ দেব সজল ও সৈয়দ মনসুরুল হক, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য আক্তারুজ্জামান, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট নিখিল চন্দ্র দাশ অনিক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, জেলা যুবলীগ সহ-সভাপতি মহি উদ্দীন চৌধুরী ফহিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সুয়েব খান প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ