১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ০৯ সেপ্টে ২০২২ ০৭:০৯
সুরমাভিউ:- জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা জকিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা গত শনিবার সন্ধ্যায় কালীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।
জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার এর সভাপতিত্বে ও সহ সভাপতি সিরাজুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুস শহিদ তাপাদার, আব্দুস ছবুর তাপাদার, আবুল কালাম, আব্দুশ শহিদ, জয়নাল আবেদীন প্রমুখ।
সভায় সংস্থার সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর সর্বসম্মতিক্রমে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা জকিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
সভাপতি- আব্দুস শহিদ তাপাদার, সহ সভাপতি আব্দুস ছবুর তাপাদার, আবুল কালাম ও আব্দুশ শহিদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সহ সাধারণ সম্পাদক আব্দুছ ছালাম নিজু, সাংগঠনিক সম্পাদক কাজী জাকারিয়া আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আসলাম উদ্দিন, প্রচার সম্পাদক আমিনুর রহমান মিনহাজ, সহ প্রচার সম্পাদক জামাল উদ্দিন, কোষাধ্যক্ষ মনজুর আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাসিব তাপাদার, নির্বাহী সদস্য মাহতাব আহমদ, রাহেনা বেগম ও আবুল কাশেম।
সভাপতির বক্তব্যে জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি তমাল আহমদ মজুমদার বলেন, মানব সেবার মাধ্যমে দেশ ও সমাজের মানুষকে সহযোগিতা করা সম্ভব। এ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে মানবিক দিকগুলো গুরুত্ব দিয়ে মহতী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সংস্থার মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে বঞ্চিত জনগোষ্ঠির জীবন মান উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
তিনি নবগঠিত জালালাবাদ সমাজ উন্নয়ন সংস্থার জকিগঞ্জ উপজেলার শাখার দায়িত্বশীদেরকে আন্তরিকতার সাথে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766