মুফতি মাহবুবুল আলমের সাথে সিলেট জেলা ছাত্র জমিয়তের মতবিনিময়

প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ০৮:০৯

মুফতি মাহবুবুল আলমের সাথে সিলেট জেলা ছাত্র জমিয়তের মতবিনিময়
সুরমাভিউ:-  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক মুফতি মাহবুবুল আলম কাসেমীর সাথে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
০৭ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৫ টায় বন্দরবাজারস্থ সিলেট জেলা জমিয়ত কার্যালয়ে শাখা সভাপতি আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুকমান হাকিমের পরিচালনায় মতবিনিময় সভায় উন্মুক্ত আলোচনা করা হয়।
প্রধান অতিথি মুফতি মাহবুবুল আলম বলেন, আমরা নিজেকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শে উজ্জীবিত হয়ে পূর্ণাঙ্গভাবে ব্যক্তিকে গঠন করি, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শিক সমাজ গঠনে এগিয়ে আসি।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক কাউসার আহমদ, সাংগঠনিক সম্পাদক মুশতাক আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক ওয়াহিদুর রহমান, আলীয়া মা. বি. হাফিজ আবুল কাশেম, নির্বাহী সদস্য সিদ্দিক আলম ও সায়েম আহমদ।

এ সংক্রান্ত আরও সংবাদ