১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ০৫:০৯
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ জ্বালানিসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে প্রথমে উপজেলা সদরের কামারপট্রি জড়ো হয়ে বেলা ১২টায় সমাবেশ করে। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলার সভাপতি কলিম উদ্দীন মিলন।
সমাবেশে উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমুর সভাপতিত্বে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক মানিক মাস্টার সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএনপি জাতীয় কমিটির সদস্য ছাতক উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান,বিশেষ অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, এডভোকেট নূরুল ইসলাম নূরুল,সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি সেলিম উদ্দীন আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মুনসুর শওকত।
বিশেষ অতিথি সাবেক সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণসম্পাদক আলতাফুর রহমান খছরু,সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এম এ বারী,সুনামগঞ্জ জেলা বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হেলাল মিয়া, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান মাস্টার,সাবেক দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশীদ,আহবায়ক কমির সদস্য এইচ এম কামাল, সহসভাপতি সুনামগঞ্জ জেলা যুবদল, জাকির হুসেন, দোয়ারাবাজার উপজেলা যুবদলের আহবায়ক মাদব রায়, দোয়ারাবাজার উপজেলা সদস্য সচিব জামাল উদ্দীন, ছাতক পৌরসহ সাভাপতি তিতুমীর আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামরুল, জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, দোয়ারাবাজার সেচ্ছসেবক দল আহবায়ক এশাদুর রহমান এশাদ, দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহবায়ক সিহাবউদ্দীন সিহাব প্রমুখ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766