গোয়াইনঘাটে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ১ জন আটক

প্রকাশিত:বুধবার, ০৭ সেপ্টে ২০২২ ০৬:০৯

গোয়াইনঘাটে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ১ জন আটক

সুরমাভিউ:-  সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ফেনসিডিল বহনকৃত একটি পিকআপ গাড়ি সহ ১ জনকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ডিবি উত্তর জোন) জনাব রেফায়েত উল্লাহ চৌধুরী এর নেতৃত্বে এস আই/ নিতাই লাল রায় ও সঙ্গীয় ফোর্স গোয়াইনঘাট থানাধীন সাকের পেকেরখাল এলাকায় ০৬ সেপ্টেম্বর রাত অনুমান ০৭.৩০ ঘটিকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন গনিপুর সাকিনের এর মৃতঃ জয়নাল আবেদীন পুত্র সোহেল রানা (৩০) এর নিকট হতে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ফেনসিডিল বহনকৃত একটি পিকআপ গাড়ি সহ আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ও মিডিয়া) মোঃ লুৎফর রহমান জানান, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মহোদয়ের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা। গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে সিলেট জেলা পুলিশের অভিযান অব্যহত থাকবে।

এ সংক্রান্ত আরও সংবাদ