২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০৬ সেপ্টে ২০২২ ০৭:০৯
সুরমাভিউ:- সিলেট কোচ মাইক্রোবাস বাস মিনিবাস লালাবাজার উপ-কমিটির বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক রেজি: নং- বি-১৪১৮ এর অন্তর্ভুক্ত লালাবাজার শাখার (২০২২-২০২৫) শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটারেরা তাদের ভোট প্রদান শুরু করেন। উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১৩ জন প্রার্থী।
তারা হলেন- সভাপতি মো. আলতাফ হোসেন মখন মিয়া, শাহিন উদ্দিন, সহ-সভাপতি আব্দুস শহীদ, চেরাগ আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, শামীম আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাবেল আহমদ, আব্দুল কাদির, সাংগঠনিক আক্তার আলী, বেলাল আহমদ, কোষাধ্যক্ষ পদে মো.জলিল উদ্দিন, খালেদ মিয়া ও মেম্বার সেলিম আহমদ প্রতিদ্বন্ধিতা করেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন, সভাপতি মো. আলতাফ হোসেন মখন মিয়া, সহ-সভাপতি মো. চেরাগ আলী, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. সাবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আখতার আলী, কোষাধ্যক্ষ খালেদ মিয়া, বিনা প্রতিদন্ধীতায় সদস্য নির্বাচিত হয়েছেন মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক পদে সমান সমান ভোট হওয়ায় লটারীর মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. জাকির হোসেন।
নির্বাচন পরিচালনা করেন সিলেট জেলার নেতৃবৃন্দরা। নির্বাচন পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার ও সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহকারী নির্বাচন কমিশনার ও সিলেট জেলা কমিটির সহ-সম্পাদক মো. মাহবুব মিয়া, প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মো. সেলিম আহমদ ও কার্যকরী সদস্য মো. আলাউদ্দিন মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার বাস মিনিবাস এর প্রচার সম্পাদক মো. হারিছ মিয়া, ৬নং লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, রাজনীতিবিদ সমাজসেবী লোকমান আহমদ, রাজনীতিবীদ ও বিশিষ্ট সমাজসেবী আমিনুর রহমান চৌধুরী সিফতা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী লায়েক আহমদ জিকু, দক্ষিণ সুরমা উপজেলা দোকান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম আনহার সহ লালাবাজার শাখার সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766