এসএমপি কমিশনারের সাথে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত:মঙ্গলবার, ০৬ সেপ্টে ২০২২ ০৬:০৯

এসএমপি কমিশনারের সাথে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

সিলেট প্রতিনিধি:-  সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নব গঠিত সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়র্টাসে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় এসএমপি কমিশনার ও নব গঠিত সিউজা নেতৃবৃন্দকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এবং নব গঠিত কমিটির নেতৃবৃন্দকে তিনি শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাধারণ সম্পাদক শাকিলা ববি, সাংগঠনিক সম্পাদক হেনা মমো ও কার্যনির্বাহী সদস্য শ্রাবনী দাস।

উল্লেখ্য, গত ১৮ জুলাই সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে গঠিত হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব।

এ সংক্রান্ত আরও সংবাদ