৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ০৪ সেপ্টে ২০২২ ০৮:০৯
সুরমাভিউ:- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট শাহপরাণ থানা শাখার পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (২ সেপ্টেম্ব) রাত ৭টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু এর সভাপতিত্বে ও মো. হারুন আল রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের প্রতিনিধি সৈয়দ আকরাম আল সাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম রসুল খাঁন রাজু, বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, এফএসটিআই এর কাউন্সিলর পূরবী বিশ্বাস।
প্রধান অতিথি সৈয়দ আকরাম আল সাহান মানবাধিকার বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সভায় সর্বসম্মতিক্রমে ছড়াকার সাজ্জাদ আহমদ সাজুকে সভাপতি ও মো. হারুন আল রশিদকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি জব্বার আহমদ পাপ্পু, নিয়াজ কুদ্দুস খাঁন, সহ-সাধারণ সম্পাদক মো. মঈনুল হক স্বাধীন, সাংবাদিক এনাম আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক ডা. সুমন আহমদ, কার্যকরী সদস্য কয়েছ আহমদ সাগর, বাবুল সিদ্দিকী, সেলিম আহমদ খাঁন, সৈয়দ ফরহাদ হোসেন, ডা. আবুল হোসেন, সাদেক আহমদ, নার্গিস সুলতানা,
সভায় সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুজিবুর রহমান, দাবির মিয়া, সুজন মিয়া, ইউনুস আহমদ, জামরুল ইসলাম, মকসুদ আহমদ খাঁন, মো. সুহেল আহমদ, হাফিজ আহমদ, মাহিন আহমদ, আফজল হোসেন সাহান, সামাদ আহমদ, রুমান, ফয়সাল আহমেদ, মো. সাজ্জাদ আহমদ প্রমুখ।
শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মকসুদ আহমদ খাঁন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766