৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৩ সেপ্টে ২০২২ ০৫:০৯
সুরমাভিউ:- সিলেটের জকিগঞ্জে মাদকসহ ২ (দুই) জনকে আটক করেছে জকিগঞ্জ থানা পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর সাবির্ক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের তত্ত্বাবধানে এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে জকিগঞ্জ থানা দিন শাহ্গলি বাজার এলাকায় অভিযান চালিয়ে (আট শত) ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ (আট হাজার টাকা) ৮,০০০/-সহ তাদেরকে আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, কানাইঘাট উপজেলা নিজ বাউরভাগ দক্ষিণ গ্রামের জলাল আহমদ এর ছেলে বাবুল আহমেদ (২৮) ও একেই উপজেলার নিজ বাউরভাগ পর্ব গ্রামের আব্দুস শুকুর পুত্র এবাদুর রহমান (২২)। এ সময় তাদের সহযোগী ১জন পালিয়ে যায়।
আটককৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766