চা বাগান শ্রমিকদের সাথে সিলেট জেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বৃহস্পতিবার, ০১ সেপ্টে ২০২২ ০৯:০৯

চা বাগান শ্রমিকদের সাথে সিলেট জেলা আ’লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চা শ্রমিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করবেন।

এ উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান লাক্কাতুরা গলফ ক্লাবে লাক্কাতুরা চাবাগান শ্রমিকদের সাথে এক প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালার সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিবৃন্দ।

প্রস্তুতি সভায় মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সেকে সফল ও সার্থক করতে চা বাগান শ্রমিকদের সক্রীয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ