মৌলভীবাজারের রাজনগরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ২

প্রকাশিত:বুধবার, ৩১ আগ ২০২২ ০৬:০৮

মৌলভীবাজারের রাজনগরে পুকুর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ২
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজারের রাজনগরে গলায় কলসি বাঁধা অবস্থায় বাড়ির পিছনের পুকুর থেকে এক গৃহবধূ মিনা বেগম (৪০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মৃতের স্বামী ও শ্বাশুরীকে পুলিশ আটক করেছে পুলিশ।  মেয়ের পরিবারের দাবি তাকে হত্যা করে পানিতে ফেলে দেয়া হয়েছে।
বুধবার(৩১ আগষ্ট) দুপুরে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের লেচু মিয়ার স্ত্রী ৪ সন্তানের জননী মিনা বেগম (৪০) এর মরদেহ বাড়ির পিছনের পুকুরে ভেসে উঠে। এ সময় স্থানীয়রা মরদেহ দেখে রাজনগর থানা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার ওসি বিনয় ভুষন রায় বিষয়টি নিশ্চিত করে  জানান, এটা হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর জানা যাবে। জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্বামী লেচু মিয়া ও শ্বাশুরীকে আটক করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ