১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ৩১ আগ ২০২২ ০৬:০৮
দোয়ারাবাজার প্রতিনিধি:- সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ডিগ্রী কলেজের অফিস সহকারি (কাম-কম্পিউটার) মিজানুর রহমানের বিরুদ্ধে নিয়ম বহির্বীত নানা অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে।
গত মঙ্গলবার (৩০ আগষ্ট) দোয়ারাবাজার উপজেল নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অফিস সহকারি মিজানুর রহমানের বিরুদ্ধে ওই লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।
অভিযোগে উল্ল্যেখ করা হয়, দোয়ারাবাজার উপজেলা ডিগ্রী কলেজে দীর্ঘদিন যাবত বিভিন্ন অব্যবস্থাপনার জন্য লেখাপড়ার কোন পরিবেশ বিদ্যমান নেই।কলেজের অফিস সহকারি (কাম-কম্পিউটার) মিজানুর রহমানের নানা অনিয়মের কারনে কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্নতা ঘটছে।
অফিস সহকারি মিজানুর রহমান কলেজের কর্মচারীদের মোবাইল নাম্বার ব্যবহার করে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করিয়া থাকেন। এবং বিভিন্ন সময় শিক্ষার্থীদের কোন ধরনের প্রত্যায়ন পত্র বা প্রশংসা পত্র আনতে গেলে ২০০/৩০০ টাকা আদায় করেন তিনি। ইচ্ছাকৃত ভাবে উপবৃত্তির তালিকায় ভূল করে শিক্ষার্থীদের কাছে সংশোধনের নামে বার বার টাকা দাবী করাসহ নানা ভাবে অনিয়ম করে হয়রানী করে যাচ্ছেন। অফিস সহকারি (কাম-কম্পিউটার) মিজানুর রহমানকে কিছু বললে তিনি অকাট্য ভাষায় শিক্ষার্থীদের গালিগালাজ করাসহ ক্ষতি করতে মরিয়া উঠেন।
প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেনীর কর্মচারীদের এমন অবহেলার কারনে শ্রেণীকক্ষ অপরিষ্কার ও অপরিছন্ন থাকে সর্বদায়। যাতে করে প্রতিষ্ঠানের মানক্ষুন্ন হওয়া শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্নতা ঘটছে। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে।
দোয়ারাবাজার উপজেলা অবস্থানরত ওই শিক্ষাপ্রতিষ্ঠান,যেখানে উপজেলার সকল দরনের সরকারি দপ্তর রয়েছে। ওই ডিগ্রী কলেজের এমন অব্যবস্থাপনায় সচেতন মহলে বয়ছে নানা সমালোচনার ঝড়।
এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূঁইয়া বলেন,অফিস সহকারি (কাম-কম্পিউটার) মিজানুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকরে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
লুঙ্গি পরে অফিসে আসা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, গত ২ দিন আগে অফিস সহকারি মিজানুর রহমান লুঙ্গি পরে অফিসে এসেছে এমন একটি ছবি ফেইসবুকে ভাইরাল হয়েছে সত্য। আমরা উনার বিরুদ্ধে তদন্ত করে ব্যাবস্থা গ্রহণ করা হবে।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা জানান,কলেজের অফিস সহকারি মিজানুর রহমানের বিরুদ্ধ নানা অনিয়ম,অব্যবস্থাপনার অভিযোগ পেয়েছি। উপজেলা শিক্ষা অফিসারকে বলা হয়েছে বিষয়টি তদন্ত করার জন্য। তদন্তের রিপোর্ট পাওয়ার পর ব্যাবস্থা নেওয়া হবে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766