জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

প্রকাশিত:মঙ্গলবার, ৩০ আগ ২০২২ ০৬:০৮

জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত

সুরমাভিউ:-  জকিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২ স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার আটগ্রাম স্টেশনের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী অনিকা পরিবহন নামে একটি বাস উপজেলার আটগ্রাম স্টেশনে আসামাত্র বেপরোয়া গতিতে একটি দোকানে ঢুকে যায়। এসময় দুই স্কুল ছাত্রীকে চাপা দেয় বাসটি। এতে প্রাণ হারায় দুই ছাত্রী। তাৎক্ষনিকভাবে নিহত শিক্ষার্থীদের পরিচয় পাওয়া যায় নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ