দোয়ারাবাজারে বিজিবি’র বিরুদ্ধে সীমান্তবাসীর মানববন্ধন

প্রকাশিত:শনিবার, ২৭ আগ ২০২২ ১০:০৮

দোয়ারাবাজারে বিজিবি’র বিরুদ্ধে সীমান্তবাসীর মানববন্ধন
দোয়ারাবাজার প্রতিনিধি:-  সুনামগঞ্জের আশাউড়া বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ক্যাম্পের কতিপয় সদস্যের মারমুখী আচরণ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শরিবার(২৭ আগস্ট) সকালে উপজেলার লক্ষীপুর  ইউনিয়নে সীমান্তবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এলাকার শত শত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আশাউড়া বিজিবি ক্যাম্পের কয়েকজন সদস্য দোয়ারাবাজার উপজেলা লক্ষীপুর ইউনিয়নের মাঠগাওঁ সীমান্তের আকিলপুর গ্রামের সুরুজ মিয়ার বাড়ি থেকে গত বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে দুইটি গরুসহ দেলোয়ার হোসেনকে আটক করে বিজিবি। আটকের পর ভারতীয় গরু ও চোরাকারবারি হিসাবে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দিয়ে এলাকাবাসীকে হয়রানি করছেন।
এ সময় বক্তারা আরও বলেন, ওই ক্যাম্পের কতিপয় সদস্যের মারমুখী আচরণ ও নিত্য নতুন নাটক তৈরি করে সীমান্তবাসীর নামে মিথ্যা মামলা দায়ের করার ঘটনায় আমরা সীমান্তবাসী নিরাপত্তাহীনতায় ভুগছি। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত বিজিবি’র সদস্যদের আইনের আওতায় আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এলাকাবাসীরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আবুল কালাম, নূর আলম, হেলাল উদ্দীন, রফিক আলী, হারুন মিয়া, জুয়েল মিয়া, রহিম আলী, আবুল বাশার, তৈয়ব আলী, আবুল কালাম, জয়নাল, জালাল উদ্দিন, আবএ তাহের, আব্দুল কুদ্দুছ, জাকির হুসেন, মোহাম্মদ আলী, জমির উদ্দীন, ইসলাম উদ্দীন, রমজান আলী, আসকর আলী, জীবন মিয়া, প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ