ইসলামী যুব আন্দোলন সিলেট বিভাগের দায়িত্বশীলদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ২৬ আগ ২০২২ ০৯:০৮

ইসলামী যুব আন্দোলন সিলেট বিভাগের দায়িত্বশীলদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগের ব্যবস্থাপনায় সিলেট বিভাগের আওতাধীন জেলা সমূহের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ আগস্ট) ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সাংগঠনিক বিভাগের ব্যবস্থাপনায় নগরীর তালতলাস্হ হোটেল ইস্ট এন্ড পার্টি সেন্টারে সিলেট বিভাগের আওতাধীন জেলা সমূহের দায়িত্বশীলদের নিয়ে বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতী মুহাম্মদ শিহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মানসুর আহমাদ সাকী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুহাম্মাদ ইলিয়াস হাসান, কেন্দ্রীয় উপ-সম্পাদক মুফতী ফয়জুল হাসান চৌধুরী প্রমুখ।

সভায় জেলা সমূহের কার্যক্রম পর্যালোচনা ও আগামী দিনের পথচলায় করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ