১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৬ আগ ২০২২ ০৬:০৮
সুরমাভিউ:- সিলেট নগরীর ৬০ বছরের ঐতিহ্যবাহী ভাতালিয়া জামে মসজিদের পুর্ণনির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) বাদ জুম্মা সিলেট নগরীর ভাতালিয়া এলাকাবাসীর উদ্যোগে মসজিদের পুর্ণনির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।
ভাতালিয়া জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী কয়েছ আহমদের সভাপতিত্বে ও ভাতালিয়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, সাবেক কাউন্সিলর হাজী আব্দুর রকির বাবলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনরে মেয়র আরিফুল হক চৌধুরী।
ভাতালিয়া জামে মসজিদের পুর্ণনির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনে দোয়া পরিচালনা করেন জামিয়া ক্বাসিমুল উলূম দরগাহের মুহতামিম ও শায়খুল হাদিস, হযরত শাহজালাল (রহ.) মসজিদের খতিব মাওলানা মুফতী মুহিব্বুল হক গাছবাড়ী।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, মসজিদ আল্লাহর ঘর, ইবাদতের জায়গা। এখানে সবাই নামাজ আদায় করতে পারবেন। মসজিদে এসে মুসল্লিরা যাতে সুন্দর পরিবেশে নামাজ আদায় করতে পারেন এবং তাদের অন্তরে প্রশান্তি পায়। মহান আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ হয়। মানুষ নিজেদের ভুল-ত্রুটির মাগফিরাত কামনার সঙ্গে সঙ্গে ন্যায়, সত্য ও কল্যাণের পথে চলে।
তিনি আরও বলেন, যারা এ মসজিদ নির্মাণে অর্থ দিয়েছেন, অতিতে ও বর্তমানে শ্রম দিয়েছেন, নানাভাবে সহযোগিতা করেছেন তারা সকলেই আল্লাহ প্রদত্ত পুরস্কার পাবেন। কারণ মসজিদ-মাদ্রাসা নির্মাণকারীদের শ্রম কখনও বিফলে যায় না। কাজেই আমাদের সকল মুসলমানদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে আল্লাহর ঘর মসজিদের খেদমত করা।
তিনি বলেন, ভাতালিয়া জামে মসজিদের নির্মান কাজে সিলেট সিটি করপোরেশনের পক্ষে সব ধরণের সার্বিকসহযোগীতা অব্যহত থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
তিনি বলেন, ভাতালিয়া জামে মসজিদের নির্মান কাজে আমার পক্ষ থেকে সব ধরণের সহযোগীতা থাকবে।
উপস্থিত ছিলেন- হাজী আবু সৈয়দ মো. নুরুল ইসলাম, হযরত মাওলানা আব্দুর গফ্ফার (রায়পুরী), হযরত মাওলানা নাজিম উদ্দিন ক্বাসেমী, অ্যাডভোকেট এমাদ উল্লাহ শাহীন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, হযরত মাওলানা মিসবাহ উদ্দিন, হযরত মাওলানা ক্বারী আব্দুর শহীদ, হাফিজ জামাল উদ্দিন, হাফিজ মাওলানা শহির উজ্জামান, মাওলানা তাফাজ্জুল হোসেন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মোস্তাক আহমদ, ক্বারী আব্দুল শহীদ, মাওলানা হাফিজ আব্দুর শুকুর, হাজী আব্দুল করিম, সালাউদ্দিন বক্স সালাই, আবুল কাহির, আলতাফ হোসেন, আনা উদ্দিন আনাই, বাদশাহ মিয়া, মজির উদ্দিন, ফজলুর রহমান চৌধুরী, ময়নুল হক মুন্না, মাহবুব এলাহী মবু, জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, কামাল উদ্দিন, মনছুর রশীদ, সাব্বির আহমদ, সাহেদ চিশতী, সোয়েব বক্স, তোফায়েল আহমদ, নাজমুল ইসলাম রিপন, নাজমুল আহমদ, বুলু আহমদ, কামরান আহমদ, সোহেল আহমদ, সেলিম আহমদসহ উলামায়ে কেরাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766