১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শুক্রবার, ২৬ আগ ২০২২ ১১:০৮
বিশ্বনাথ প্রতিনিধি:- সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রোহেল উদ্দিনকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৬ আগস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সোহেল। এর আগে শুক্রবার সন্ধ্যায় কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বহিষ্কারের পর থেকে রোহেল উদ্দিনের যে কোন ধরনের অপকর্মের জন্য বিশ্বনাথ প্রেসক্লাব দায়ী নয়। এরপর থেকে তিনি প্রেসক্লাবের পরিচয় বা সাবেক পরিচয়ও দিতে পারবেন না। অন্যতায় প্রেসক্লাব তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকিবে। এছাড়া তার সাথে যে কোনো ধরনের সাংগঠনিক বিষয়াদি নিয়ে যোগাযোগ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন তারা।
প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় জরুরী সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমআর টুনু তালুকদার, সহ-সভাপতি কামাল মুন্না, যুগ্ম সম্পাদক মিসবাহ উদ্দিন, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মশাহিদ আলী, নির্বাহী সদস্য আশিক আলী, বদরুল ইসলাম মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766