প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রকাশিত:বুধবার, ২৪ আগ ২০২২ ০৬:০৮

প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণে সমন্বয় সভা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  প্রাথমিক বিদ্যালয়ে হলদেপাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে বাংলদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা শাখার উদ্যোগে এক সমন্বয় সভা বুধবার (২৪ আগস্ট) বিকেলে নগরীর তালতলাস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাখাওয়াত এরশেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র, বাংলদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেকেটারী শাহানা জাফরিন রোজী, জেলা কমিশনার সিদ্দীকা খাতুন।

আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগম এর পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী রোকসানা বেগম, আঞ্চলিক কমিটির সদস্য শাহানা বেগম, জেলা কোষাধ্যক্ষ শামীমা আক্তার, উপদেষ্টা সালমা বাছিত, স্থানীয় কমিশনার সিলেট সদর শারমীন সুলতানা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গাইড সদস্য ও হলদেপাখি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শুরুতে কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ