কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিরাইয়ে উপজেলা বিএনপি বিক্ষোভ

প্রকাশিত:বুধবার, ২৪ আগ ২০২২ ০৯:০৮

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে দিরাইয়ে উপজেলা বিএনপি বিক্ষোভ

সুরমাভিউ:-  জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে নূরে-আলম ও আব্দুর রহিম-কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ নিসাবে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বিএনপির কার্যালয় থেকে বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূন্য সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে এসে শেষ হয়।

এতে অংশ নেন বিগত সংসদ নির্বাচনে দিরাই-শাল্লায় বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহকারী সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা মাহবুব চৌধুরী, সুনামগন্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মুনজ্জির হুসেন সুজন, সুনামগঞ্জ জেলা বিএনপি সদস্য ব্যারিষ্টার মাহদিন, হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা যুবদল আহবায়ক মঈন উদ্দীন চৌধুরী মাশুক সহ দলের নেতা কর্মীরা।

এ সংক্রান্ত আরও সংবাদ