এসআই আসাদুজ্জামানের হাতে ছাতকের পতিতা ব্যবসায়ী সিরাজ গ্রেফতার

প্রকাশিত:বুধবার, ২৪ আগ ২০২২ ০৭:০৮

এসআই আসাদুজ্জামানের হাতে ছাতকের পতিতা ব্যবসায়ী সিরাজ গ্রেফতার

সুরমাভিউ:-  ছাতকে সিরাজুর রহমান নামের এক পতিতা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।
সে আদালত কর্তৃক ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী এবং ছাতক পৌর শহরের তাতিকুনা গ্রামের জালাল রাব্বানীর পুত্র।

বুধবার (২৪ আগষ্ট) ভোরে দোয়ারাবাজার উপজেলার কাটাখালি বাজারস্থ তার দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে তাকে আটক করা হয়।গোপন সংবাদের বিত্তিতে ছাতক থানার উপপরিদর্শক এসআই আসাদুজ্জামান রাসেলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই গোলাম পাত্তাহ এসআই জয়নাল সহ পুলিশের একটি টিম দোয়ারাবাজার পুলিশের সহযোগিতায় ভোর ৪.ঘটিকার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা যায়, সিরাজুর রহমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত ওয়ারিন্টভূক্ত আসামি। বিভিন্ন অপকর্মসহ দীর্ঘদিন যাবৎ দেহ ব্যবসায়ীদের নিয়ে পতিতা ব্যবসার  সাথে জরিত রয়েছে।

গ্রেফতারের বিষয় নিশ্চিত করে এসআই আসাদুজ্জামান বলেন তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ