সুরমাভিউ:- মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতে ফেঞ্চুগঞ্জের খিলপাড়া গ্রামের রেজানুর রহমানের মেয়ে ইউকে প্রবাসী ডাক্তার শামীমা রহমানের উদ্যোগে গ্রাম জিপি ইউকের সহযোগিতায় চালু করা করা হয়েছে খালিক এন্ড মালিক ক্লিনিক।
গত ১৯ আগস্ট শুক্রবার দুপুরে উপজেলার খিলপাড়া গ্রামের ইউকে প্রবাসী হাফিজুর রহমান সুমনের বাড়ীতে খালিক এন্ড মালিক ক্লিনিক এর উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব।
খালিক এন্ড মালিক ক্লিনিকের সদস্য, সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমানের সভাপতিত্বে ও সমাজকর্মী মোঃ জায়েদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফায়াত হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, গ্রামীন জিপি ইউকের পরিচালক রোটারিয়ান আহমদ রেজাউল করিম, খালিক এন্ড মালিক ক্লিনিকের সদস্য মতিউর রহমান, মহিলা সদস্য ফারহানা আক্তার রুলী, জিল্লুর রহমান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন খালিক মিয়া। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, তালাল আহমদ তানভীর, আলমাছ মিয়া, মাহফুজ আহমদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাওয়ারুন এন্ড নজিবুন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার শিক্ষক হাফিজ সিরাজুল ইসলাম।
প্রসঙ্গত, ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের খালিক এন্ড মালিক ক্লিনিকে প্রতি শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব শ্রেণী-পেশার মানুষকে নানা ধরণের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হবে। বিজ্ঞপ্তি