শ্রীমঙ্গলে সড়কে গাড়ি চাপায় প্রাণ গেল মেছো বিড়ালের

প্রকাশিত:শনিবার, ২০ আগ ২০২২ ০৩:০৮

শ্রীমঙ্গলে সড়কে গাড়ি চাপায় প্রাণ গেল মেছো বিড়ালের

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়কে গাড়ি চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারাল একটি মেছো বিড়াল (মেছোবাঘ)। শনিবার ভোর বেলায় ঢাকা-সিলেট মহাসড়কের শ্রীমঙ্গল উপজেলাধীন নোয়াগাঁও এলাকার ৬নং ব্রিজের পাশে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে খাদ্য সংকটের কারণে লাউয়াছড়া অথবা এর আশপাশের বন থেকে মেছো বিড়ালটি লোকালয়ে চলে আসে। রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় পিষ্ট হয়ে মারা যায় মেছো বিড়ালটি (মেছোবাঘ)। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিড়ালটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ