শ্রীমঙ্গলে মাটি চাপা পড়ে ৪ নারী শ্রমিকের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ১৯ আগ ২০২২ ০৩:০৮

শ্রীমঙ্গলে মাটি চাপা পড়ে ৪ নারী শ্রমিকের মৃত্যু

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটিচাপায় ৪ নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, চা শ্রমিক হীরামনি ভূমিজ (৩০), পূর্ণিমা ভূমিজ (২৮), রাধা মাহালি (৪০) এবং শকুন্তলা ভূমিজ (৪০)।

শুক্রবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কালিঘাট ইউনিয়নের ফিনলে টি কোম্পানির লাখাইছড়া চা বাগানের কুমেদ কন্দের বাসার সামনে উরিষ্যা টিলায় এই দুর্ঘটনা ঘটে।

কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা বলেন, ‘আজ সকালে ৪ নারী শ্রমিক ঘর লেপার মাটি সংগ্রহ করতে আসেন। টিলা থেকে মাটি কেটে নেওয়ার সময় সেটি ধসে পড়ে। সেসময় মাটিচাপায় তারা ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম অর রশিদ তালকদার। এ ঘটনায় তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা।

এ সংক্রান্ত আরও সংবাদ