বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

প্রকাশিত:শুক্রবার, ১৯ আগ ২০২২ ০৯:০৮

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

সুরমাভিউ:-  সিলেটের গোয়াইঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও এবং তোয়াকুল ইউনিয়নের একশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিরতণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে অর্থায়ন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের দক্ষিণ কোরিয়া শাখার সভাপতি আব্দুল মতিন।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক।

এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ডাঃ ফকর উদ্দিন।

ত্রাণ সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি।

এ সংক্রান্ত আরও সংবাদ