চা শ্রমিকদের আন্দোলনের সমর্থনে ট্রেড ইউনিয়ন সংঘের মিছিল

প্রকাশিত:শুক্রবার, ১৯ আগ ২০২২ ০৪:০৮

সুরমাভিউ:-  বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটি ১৮ আগস্ট ২০২২ বৃহস্পতিবার চা শ্রমিকদের চলমান ন্যায়সঙ্গত ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে মিছিল ও সমাবেশ করে।

বিকেল ৪ ঘটিকার সময় মিছিলটি ক্বীন ব্রীজের (উত্তর পার) মুখ হতে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে এসে এক সমাবেশে মিলিত হয়। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সরকার এর mfvcwZZ¡ এবং যুগ্ন সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শাহপরাণ থানা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী ,জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার অন্যতম নেতা সজিব আহমদ , জেলা কমিটির নেতা বদরুল আজাদ সহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন , আমাদের দেশের চা-শ্রমিকরা দেশের সবচেয়ে নিষ্পেষিত ও অবহেলিত শ্রমিক । বর্তমান লাগামহীন উর্দ্ধগতির বাজারে একজন চা-শ্রমিক দৈনিক ১২০ টাকা মজুরি পান। তা দিয়ে মাসের ১০ দিন ও চলা অসম্ভব হয়ে উঠেছে। মালিকের বক্তব্য অনুযায়ী প্রতিদিন ধর্মঘটের ফলে দৈনিক ২০ কোটি টাকা লোকসান করছেন, মালিকের বক্তব্য যদি আপাতদৃষ্টিতে সত্য বলে মনে করা হয় তাহলে চা শ্রমিকরা দৈনিক ২০ কোটি টাকার চা পাতা তৈরী করছে কিন্তু শ্রমিদের কত টাকা দেওয়া হচ্ছে ? শ্রমিরা তার মাথার ঘাম পায়ে ফেলে মালিককে মুনাফা করে দিলেও মালিকরা তাদের যে ন্যায্য পাওনা তা পরিশোধ করেন না।

বক্তারা, চলমান আন্দোলনে চা-শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে সকল ধরনের আপোসকামিতা ও ষড়যন্ত্র-চক্রান্তের বিরুদ্ধে সজাগ, সচেতন থেকে কোন রকম ছাড় না দিয়ে ন্যায্য মজুরি আদায়ে অটল থেকে ধর্মঘট চালিয়ে যাওয়ার আহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ