সিলেট জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বুধবার

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৮:০৮

সুরমাভিউ:-  ১৭ আগস্ট “সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস” উপলক্ষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি নেয়া হয়েছে।

আগামী ১৭ আগস্ট ২০২২, বুধবার, বিকেল ০৩:০০ টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

বিক্ষোভ মিছিলকে সফল ও সার্থক করার লক্ষ্যে সিলেট জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

এ সংক্রান্ত আরও সংবাদ