শ্রীমঙ্গলে জাতির পিতার প্রতিকৃতিতে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৪:০৮

শ্রীমঙ্গলে জাতির পিতার প্রতিকৃতিতে প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি:-  জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে তাঁর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকরা।

সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল এর নেতৃত্বে প্রেসক্লাবের সাংবাদিকরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সহ সভাপতি কাওসার ইকবাল, অর্থ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ, দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী, ক্রীড়া ও সাস্কৃতিক সম্পাদক মো. মামুন আহমদ, সদস্য সনেট দেব চৌধুরী, সহযোগী সদস্য কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, ঝলক দত্ত, আবুজার বাবলা, মিজানুর রহমান আলম, নূর মোহাম্মদ সাগর, আহমেদ এহসান সুমন, সাংবাদিক মো: আব্দুস শুকুর, সাকির আহমদ, গোলাম কিবরিয়া জুয়েলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ