শোক দিবসে পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দিনব্যপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ১০:০৮

শোক দিবসে পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দিনব্যপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

সুরমাভিউ:-  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে দিনব্যপী মেডিকেল ক্যাম্প করে বিনামূল্যে প্রায় সাতশত রোগীদের চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিরতণ করা হয়েছে। একই সাথে আগ্রহী ব্যক্তিবর্গের রক্তের গ্রুপ ও ডায়বেটিস পরীক্ষা করা হয়।

গতকাল ১৫ আগস্ট (সোমবার) পাটলী ইউনিয়ন ইউমেন্স কলেজ ও পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় গভর্নিংবডির তত্ত¦াবধানে আয়োজিত বিনামূল্যে বন্যা পরবর্তী চিকিৎসা সেবা প্রদানে পাটলী যুব সংঘের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট জজকোর্টের এডিশনাল জিপি অ্যাভোকেট হোসেন আহমদ এবং পাটলী দারুল উলূম টাইটেল মাদ্রাসার ট্রাস্ট, ইউকে এর সেক্রেটারী ও রসময় বরা কাউন্সিল, এইউকের সাবেক কাউন্সিলর আবুল কহের চৌধুরীর সার্বিক সহযোগিতায় বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডাঃ আনিফ ইবনে সাঈদ, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডাঃ দেবদুলাল চক্রবর্তী, মাউন্ট এডোরা হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ তানজিনা ইয়াসমিন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অনারারী মেডিকেল অফিসার ডাঃ নিশাত তাসনিম, আল-হারামাইন হসপিটালের মেডিকেল অফিসার ডাঃ মো. মিজু আহমেদ চৌধুরী, খুলনা মেডিকেল কলেজের ডাঃ আশিক ই এলাহী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট’র মেডিকেল অফিসার ডাঃ মাহপারা নাফিসা আনজুম, নর্থইষ্ট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ডাঃ খুরসিদুজ্জামান হীরা এবং ডাঃ সোনিয়া মেহেরবান।

দিনব্যাপী ফ্রি চিকিৎসা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমদ এবং ১৭ নং পাটলী সরাকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আতাহার উদ্দিন।
দিনব্যপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক, ৬নং ওয়ার্ড মেম্বার আব্দুল মুবিন, ৮নং ওয়ার্ড মেম্বার আব্দুল মুহিত, শিক্ষানুরাগী রফিকুল ইসলাম দোলা, মোল্লা মোঃ লিটন, কেএম জামাল, প্রমুখ।

শুরুতে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান এবং এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ