বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটস্থ জগন্নাথপুরবাসীর দোয়া ও মিলাদ

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৮:০৮

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিলেটস্থ জগন্নাথপুরবাসীর দোয়া ও মিলাদ

সুরমাভিউ:-  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেটস্থ জগন্নাথপুর উপজেলাবাসীর উদ্যোগে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহে মসজিদে এসব কর্মসূচি পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উল হাসান সমুজ, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সদস্য আলী আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সভাপতি শাহ শাহেদ, আওয়ামী লীগ নেতা দুলন মিয়া, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল মমিন নাসির, যুগ্ম সম্পাদক লোকমান মিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া জগলু, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আশরাফুল হক লিপটন, যুবলীগ নেতা সাজাদ, ছাত্রলীগ নেতা রাজীব আহমদ, ওয়াহিদুল ইসলাম ওয়াহিদ, সিলেট মহানগরের ১০ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাফি, মুন্না প্রমুখ।

আগামীকাল মঙ্গলবার (১৬ আগস্ট) বাদ আসর জাতিয় শোক দিবস উপলক্ষে সিলেট সার্কিট হাউসের সামনে দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহতাব উল হাসান সমুজ।

তিনি বলেন- সিলেটে অবস্থানরত জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বাসিন্দাদের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট ঘাতকের হত্যাকাণ্ডে শিকার হওয়া শহীদদের স্মরণে খতমে কোরআন, মিলাদ, দোয়া ও শিরণী বিতরণ করা হয়েছে। আগামীকাল দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ