ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন, আদর্শ ও অবদানকে মুছতে পারেনি : অধ্যক্ষ মো. ফয়জুল হক

প্রকাশিত:সোমবার, ১৫ আগ ২০২২ ০৭:০৮

ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন, আদর্শ ও অবদানকে মুছতে পারেনি : অধ্যক্ষ মো. ফয়জুল হক

সুরমাভিউ:-  স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ রক্তাক্ত আগস্টের সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, “বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে বড় শোকের ও ব্যর্থতার দিন ১৫ আগস্ট। যেদিন বাঙালি তাঁর অবিসম্বাদিত নেতাকে হারিয়েছিল। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমার্থক, এক এবং অবিচ্ছেদ্য। যদি তিনি না জন্মাতেন তাহলে হয়তো বাঙালি জাতি আজও অন্যায় অবিচারের শৃঙখলে পদাবনত থাকতো।” তিনি আরো বলেন, “ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন, আদর্শ ও অবদানকে মুছতে পারেনি। বঙ্গবন্ধু সদা জাগরূক, তাঁর স্বপ্ন ও আদর্শ চির অম্লান।” আমাদের নতুন প্রজন্মের উচিত দেশ ও জাতির জন্যে তাঁর ত্যাগ তিথিক্ষার কথা জানা, তাঁর স্বপ্ন ও আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ গড়ে তোলা।
সোমবার (১৫ আগস্ট) সকালে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আয়োজিত আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও দোয়া মাহফিলে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সকাল ১০টায় জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এবং পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা শুরু হয়।

কলেজ শাখার প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় বক্তব্য রাখেন শোকদিবস উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের প্রধান, প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, কলেজ ইনচার্জ রাজন সরকার, বাংলা বিভাগের প্রভাষক মীর হোসাইন সরকার, প্রাথমিক শাখার শিক্ষিকা তমালিকা তমা।

এসময় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন, প্রাথমিক শাখার শিক্ষিকা সুস্মিতা শাওন। আলোচনা সভায় ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির ছাত্র প্রত্যয় রায় ও একাদশ শ্রেণির ছাত্রী জান্নাতুল নাঈম অদ্রি।
শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতার ক, খ ও গ এই তিন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত বিজয়ীদের হাতে পুরস্কার তোলে দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কলেজ শাখার ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোক্তার হোসেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ