৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ১৩ আগ ২০২২ ০৪:০৮
সেলিম আহমেদ, বিশেষ প্রতিনিধি:- মৌলভীবাজার কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানুর উপর হামলাকারী আসামী রাশেদ আহমদ চৌধুরী গ্রেফতার হয়েছে ।
গত ১২ আগস্ট ২০২২ ইং শুক্রবার রাত অনুমান ০৯.০০ ঘটিকায় আসামী রাশেদ আহমদ চৌধুরী (৪০) উপজেলার ১২ নং পৃথিমপাশা ইউনিয়নের মুদিপুর গ্রামের মৃত আব্দুল কাদির চৌধুরী ছেলে রাশেদ আহমেদ চৌধুরী লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা মোছাঃ নাজমা বানুর ভাড়াটিয়া বাসায় প্রবেশ করে মোছাঃ নাজমা বানুর স্বামীর সাথে বাকবিতন্ডার একপর্যায়ে উত্তেজিত হয়ে রাশেদ আহমেদ চৌধুরীর হাতে থাকা চাকু দিয়ে নাজমা বানুর কপালে আঘাত করে ।
এই ঘটনার পরে সহকারী অধ্যাপিকা মোছাঃ নাজমা বানু কুলাউড়া থানায় অভিযোগ দায়ের করেন । থানায় অভিযোগের পর কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে বেলা ১১.৩০ ঘটিকায় এসআই হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এলাকায় অভিযান চালিয়ে রাশেদ আহমদ চৌধুরীকে তাহার নিজ বাড়িতে থেকে গ্রেফতার করে পুলিশ । সহকারী অধ্যাপক মোছাঃ নাজমা বানুর উপর হামলাকারী রাশেদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক ।
এদিকে কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় রাশেদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুলাউড়া রবিরবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে কলেজের শিক্ষার্থীরা। পরে দুপুর ১টার দিকে পুলিশ রাশেদকে গ্রেপ্তার করলে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করে ।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766