কোম্পানীগঞ্জে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত:শুক্রবার, ১২ আগ ২০২২ ০১:০৮

কোম্পানীগঞ্জে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মারামারিতে আহত জাফর ইমাম (৪২) এর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শিলের ভাঙ্গা গ্রামের শহিদ মিয়ার ছেলে। শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে গত ৩ দিনে কোম্পানীগঞ্জে মারামারিতে ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাতে শিমুলতলা নোয়াগাঁও গ্রামের মোশাহিদ আলী (৬২), বৃহস্পতিবারে নভাগী গ্রামের জয়নাল মিয়া (৬০) ও শুক্রবারে জাফর ইমাম (৪২) এর মৃত্যু হয়।

স্থানীয় সুত্রে জানা যায়, জাফর ইমাম ও তার মামাত ভাই সাদ্দাম হোসেনের সাথে গত ২ দিন আগে মারামারি হয়। মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন জাফর ইমাম। চিকিৎসা নিয়ে বাড়িতে আসার পর শুক্রবার ভোর ৪ টায় তার মৃত্যু হয়। জাফর ইমামের বুকে আঘাতের চিহ্ন দেখা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, ভোর সাড়ে ৪ টায় আমরা খবর পেয়েছি। লাশ পোস্টমর্টেমের জন্য সিলেট প্রেরন করা হয়েছে। এটা হত্যা কি না পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। মারামারির ঘটনায় জাফর ইমামের উপর একটি মামলাও রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ