২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১১ আগ ২০২২ ১১:০৮
স্টাফ রিপোর্টার ।। সুনামগঞ্জের দিরাই উপজেলার টুক দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাস(রন) নামে এক দাদন (সুদ) ব্যবসায়ীর ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে পড়েছে ডলি বেগমের পরিবার।
বিশেষ করে দাদন ব্যবসায়ীর হুমকি ধামকি সইতে না পেরে এখন সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে বিপাকে পড়েছেন ডলি বেগম।
গত ১০ আগস্ট দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাদন ব্যবসায়ী রঞ্জিত দাস (রন)’র বিচারের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে ডলি বেগম বলেন,দিরাই উপজেলার টুক দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাস(রন)। তার রোষানলে পরে আমি সর্বশান্ত হয়েছি। পরিবার নিয়ে এখন তিনি এলাকা ছাড়া।
ডলি বেগম বলেন, পারিবারিক প্রয়োজনে কোন উপায় না পেয়ে টুক দিরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত দাস(রন) কাছ থেকে ৫০ হাজার টাকা ধার করি। তখন রন বলেন ১০০ টাকায় ১৫ টাকা ধরে সুদ দিতে হবে। নিরুপায় হয়ে টাকাটা আনতে বাধ্য হই।
মাসের পর মাস ৫০ হাজার টাকার বদলে ৭৫০০ টাকা করে তিন বছর যাবত দিয়ে যাচ্ছেন ।গত তিন বছরে ২ লক্ষ ৩৭ হাজার টাকা দিয়েছেন।
গত মাসের ২৫ তারিখে ডলি বেগমের পিতার কাছ থেকে জোরপূর্বক ৩০ হাজার টাকা নেন।এর পরেও উনি আমার বাচ্চা গুম করার হুমকি দিয়ে যাচ্ছেন।
প্রধান শিক্ষক রঞ্জিত দাস রন বলেন, ডলি বেগমের কাছে আমি কোন টাকা পাই না,তার মা আমাকে মধ্যস্থতায় রেখে আমার পরিচিত জনের কাছ থেকে টাকা নিয়েছে ‘বিপদের সময় মানুষকে টাকা পয়সা দিয়ে আমি নিজে সহযোগিতা করি।অন্যদের কাছ থেকেও টাকা খুঁজে এনে মানুষের সহযোগিতা করি। অনেকেই টাকা নিয়ে তা ফেরত দেওয়ার প্রয়োজন মনে করেনা।
Helpline - +88 01719305766