ইসলামী সমাজ কল্যান পরিষদ তিলপারা ইউনিয়নে প্রবাসীদের সংবর্ধনা

প্রকাশিত:মঙ্গলবার, ২৬ জুলা ২০২২ ০৯:০৭

ইসলামী সমাজ কল্যান পরিষদ তিলপারা ইউনিয়নে প্রবাসীদের সংবর্ধনা

সুরমাভিউ:-  ইসলামী সমাজ কল্যান পরিষদ তিলপারা ইউনিয়ন বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে প্রবাসীদপর সম্মাননা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার দেশে সফররত প্রবাসীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরিষদের সভাপতি মোঃ আব্দুল মালেকের সভাপতিত্বে এবং কবির আহমদ ও এডভোকেট আজিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ আব্দুল মালেক।

এসময় আরও বক্তব্য রাখেন এখলাছ উদ্দিন, সাবেক সভাপতি আব্দুছ ছবুর।

সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমদাদুল হক নয়াজ (যুক্তরাজ্য প্রবাসী), জামাল আহমদ (যুক্তরাজ্য প্রবাসী), ফরহাদ হোসেন টিপু (যুক্তরাজ্য প্রবাসী), খালেদ আহমদ (বেলিজয়াম প্রবাসী), জাকারিয়া হোসেন (যুক্তরাষ্ট্র প্রবাসী), জাকির হোসাইন ( ইতালী প্রবাসী), জনাব হেলাল আহমদ কুয়েত প্রবাসী।

এ সংক্রান্ত আরও সংবাদ