মেম্বার আবুল হোসেনের মৃত্যুতে উপজেলা যুবলীগের শোক প্রকাশ

প্রকাশিত:শুক্রবার, ২২ জুলা ২০২২ ১১:০৭

মেম্বার আবুল হোসেনের মৃত্যুতে উপজেলা যুবলীগের শোক প্রকাশ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:-  কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাবেক মেম্বার আবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২২ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিটের সময় নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স ৭৪ বছর বয়স হয়েছিল। তিনি স্ত্রী ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আবুল হোসেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জামাল আহমদ এর পিতা।

শোক বার্তায় কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ বলেন, কোম্পানীগঞ্জের বিশিষ্ট মুরুব্বি, অবিভক্ত ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্যের মৃত্যুতে মর্মাহত। তারা যুবলীগ এর  পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ