জৈন্তাপুরে প্রবাসী গ্রুপ’র নগদ অর্থ সহায়তা বিতরণ

প্রকাশিত:শুক্রবার, ২২ জুলা ২০২২ ১১:০৭

জৈন্তাপুরে প্রবাসী গ্রুপ’র নগদ অর্থ সহায়তা বিতরণ
সুরমাভিউ:-  আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সিলেটের জৈন্তাপুর উপজেলার বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে গঠিত জৈন্তাপুর প্রবাসী গ্রুপ এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ও পাহাড় ধসে মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের ও বিভিন্ন জটিল রুগীদের  নিকট নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার( ২২ জুলাই) দুপুর ১২ঘটিকায় দরবস্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলায় বন্যাকালিন সময়ে মৃত, টিলাধসে মৃত ও জটিল রোগে আক্রান্ত ৮টি পরিবারের মাঝে ১ লক্ষ ৬৫ হাজার ৫শত টাকা নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন, জৈন্তাপুর প্রবাসী গ্রুপ নেতা জামাল আব্দু নাছের, মোজাম্মিল হেলালী, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সাবেক চেয়ারম্যান শাহ আল চৌধুরী তোফায়েল, সমাজসেবী সারোয়ার রহিম চৌধুরী, প্রবাসী রফিক আহমদ, অলিউডর রহমান, মোক্তার আলী, নুর মোহাম্মদ হুনা আলী, জামাল আহমদ, সালমান প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ