বন্যা পরবর্তী অসহায় দরিদ্র রোগীদের মধ্যে ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ

প্রকাশিত:বুধবার, ২০ জুলা ২০২২ ০৮:০৭

সুরমাভিউ:-  বাংলাদেশের ওয়ার্কার্স পাটি সিলেট জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার (২০ জুলাই) সকালে শাহজালাল উপশহর হাইস্কুলে বন্যা পরবর্তী অসহায় দরিদ্র রোগীদের মধ্যে ফ্রি চিকিৎসা ও ঔষধপত্র বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার সভাপতি কমরেড সিকান্দর আলী, বাংলাদেশ যুব মৈত্রী সিলেট জেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রুমেল, যুব মৈত্রীর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি ডা. জাহাঙ্গীর আলম দুলাল, ডা. খসরু মিয়া, বাংলাদেশ ছাত্র মৈত্রী সিলেট জেলার সাধারণ সম্পাদক সালেহ আহমদ, বাংলাদেশ নারী মুক্তি সংসদের নেত্রী আকলিমা, সায়দা বেগম, সুমা প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ