২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ১৯ জুলা ২০২২ ০৮:০৭
সুরমাভিউ:- গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী, সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরিত ইমেল বার্তায় বলেন, সারা বিশ্ব এখন জ্বালানি সংকটে। এই প্রেক্ষাপটে সরকারের লোডশেডিং সিদ্ধান্ত অনেকটা যৌক্তিক। তবে এই সংকটকে পূঁজি করে দুর্নীতিবাজদের দোষররা আবরো গ্যাস-বিদ্যুতের দাম বাড়নোর ফন্দি ফিকির শুরু করেছে।
তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রাজধানীতে একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আপাতত জ্বালানি তেলে মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত সরকারের নেই।’ তাঁর এই বক্তব্যটি জনগণের মধ্যে স্বস্তির ফিরে এসেছে। বিদ্যুতের লোডশেডিং নিয়ে দায়িত্বশীলদের বক্তব্য আরো গুছানো হওয়া উচিত ছিল। নিন্দুকেরা একে পুঁজি করে অপপ্রচারে মেতে উঠেছে। দেশবাসী হুশিয়ার।
উন্নয়ন ও দুর্নীতি এক সাথে চলতে পারে না। আমাদের বেশিরভাগ জনগণ বিদ্যুৎ ও গ্যাসের ব্যবহারে অনেকটা অসচেতন। এ বিষয়ে সরকারি অফিস-আদালত এগিয়ে। বিদ্যুৎ ও গ্যাসের অপচয় ঠেকাতে শক্তিশালী তদারকি ও কঠোরতা এখন খুব জরুরী হয়ে পড়েছে।
নেতৃবৃন্দ গ্যাস-বিদ্যুতের অপচয় ও দুর্নীতি কমাতে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপনের কাজ দ্রুত তরান্বিত করার জোর দাবী জানিয়ে বলেন, প্রিপেইড মিটার স্থাপন করা হলে বর্তমানের এই সংকট অনেকটা কাটিয়ে উঠা সম্ভব হবে ইনশাআল্লাহ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশু এই পদক্ষেপ নিবেন বলে সম্মানিত গ্যাস-বিদ্যুৎ এর দেশপ্রেমিক গ্রাহকগণ আশা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766