দোয়ারাবাজারে অসহায় ও বিধবা আম্বিয়া বেগমের আকুতি, আমি একটি ঘর চাই

প্রকাশিত:সোমবার, ১৮ জুলা ২০২২ ০৭:০৭

দোয়ারাবাজারে অসহায় ও বিধবা আম্বিয়া বেগমের আকুতি, আমি একটি ঘর চাই
এনামুল কবির মুন্না:-  সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পরপর দু বারের বন্যায় বিত্তশালী, গরীব মিলিয়ে ফসলহানীসহ কাঁচা ঘর বাড়ি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ধ্বংস হয়ে গেছে। প্রথম বন্যায় কৃষকরা হারিয়েছেন তাদের বোরো ফসল, দিত্বীয় বন্যায় লন্ডবন্ড করে দিয়েছে ব্রিজ, কালভার্ট, রাস্তা ও ঘর বাড়ি।
এদিকে দোয়ারাবাজার উপজেলা ৪নং মান্নারগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর দূর্গাপুর প্রকাশিত জালালপুর গ্রামের অসহায় ও বিধবা আম্বিয়া বেগমের কুড়েরঘরটি বন্যায় লন্ডবন্ড করে দিয়েছে। শ্রুতে ঘরের বেড়া ভেঙ্গে দিয়েছে। দিনের বেলা ঘরে প্রবেশ করে কুকুর, রাতের আধাঁরে শিয়াল, ঘর হয়েছে কাত। আম্বিয়া বেগমের রয়েছে ৩টি অবুজ ‍শিশু। যে-কোন সময় ঘর ভেঙ্গে বিরাট ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আম্বিয়া বেগম ৭/৮ বছর পূর্বে স্বামী হারা হন। স্বামী মারা যাবার পর অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে খেয়ে না খেয়ে অবুজ ৩ সন্তানকে নিয়ে দিনাতিপাত কাটিয়েছেন।
সরকার বাহাদুর ও বিভিন্ন দাতা সংস্তার নিকট আম্বিয়া বেগমের আকুল আবেদন অবুজ শিশুদের দিকে চেয়ে তার লন্ডবন্ড কুড়ের ঘরটি পূণঃ মেরামত করে দিলে অবুজ ৩ শিশুকে নিয়ে রাত্রি যাপন করতে পারবেন।