সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত:শনিবার, ১৬ জুলা ২০২২ ০৮:০৭

সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর অতিরিক্ত সাধারণ সভা অনুষ্ঠিত

সুরমাভিউ:-  সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর অতিরিক্ত সাধারণ সভা ১৬ জুলাই শনিবার দুপুর ১টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ক্লাবের স্থায়ী সদস্য মো. আকিকুর রহমান বাদশা এর সভাপতিত্বে অতিরিক্ত সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট নূরুদ্দীন আহমদ এডভোকেট, ভাইস প্রেসিডেন্ট এডভোকেট শাহ মো. মোশাহিদ আলী, এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, আখতার হোসেন খান এডভোকেট, ফেরদৌস চৌধুরী রুহেল, কামাল হাসান, বনদ্বীপ লাল দাস, জিয়াউল হক, শাহাদত রহিম চৌধুরী, বিজিত চৌধুরী, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, আবু বক্কর হিরণ, মিলাদ আহমদ প্রমুখ।

এছাড়াও ক্লাব পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) হারুন আল রশীদ দিপু, পরিচালক (ব্যবস্থাপনা) সুদীপ রঞ্জন সেন বাপ্পু, পরিচালক (ক্রীড়া) জুম্মা আব্বাস রাজু, পরিচালক (বিনোদন) ফজলে এলাহী চৌধুরী, পরিচালক (আপ্যায়ন বিভাগ) এ.এম মিজানুর রহমান। অতিরিক্ত সাধারণ সভায় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ