শনিবার(১৬ জুলাই) বিকাল সাড়ে ৩ ঘটিকায় শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক দ্বিজেন্দ্র লাল রায় এর সভাপতিত্বে ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ দাশ রিংকুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য জহর তরফদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সদস্য সচিব সমীরণ সরকার, শ্রীমঙ্গল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, নারী ঐক্য পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জয়শ্রী চৌধুরী শিখাসহ প্রমুখ।
বিক্ষোভ মিছিলটি শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রী শ্রী জগন্নাথ আখড়া থেকে বের হয়ে মৌলভীবাজার সড়ক পদক্ষীণ করে চৌমুহনা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তরা বলেন, আমরা সংখ্যালঘু হিসেবে নির্যাতিত হচ্ছি আমরা এদেশের অংশিদার, স্বাধীনতার যুদ্ধে আমরা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে একত্রিত হয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি কেনো আমাদেরকে এই নির্যাতনের স্বীকার হতে হচ্ছে, সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি যারা এই ধরনের ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য ও সরকারের নিকট সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি ৬টি আইন প্রণয়নের দাবি জানান।