রুস্তমপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ১৫ জুলা ২০২২ ০৮:০৭

রুস্তমপুর ইউনিয়ন ছাত্র জমিয়তের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত
সুরমাভিউ:-  ছাত্র জমিয়ত বাংলাদেশ রুস্তমপুর ইউনিয়ন শাখার ঈদ পুণর্মিলনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই (শুক্রবার) বাদ জুমা রুস্তমপুর ইউনিয়ন অফিস মিলনায়তনে সংগঠনের সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও ইকরামুল হক জাবেরের পরিচালনায় কৃতি সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে- গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ বলেন, যার ভেতরে তাকওয়া আছে, সে কখনো মানুষের ক্ষতি করতে পারে না। দারুল উলুম দেওবন্দের প্রতিটি কাজ তাকওয়াপূর্ণ, জমিয়ত দারুল উলুম দেওবন্দের আদর্শবাহী শতবছরী রাজনৈতিক এক কাফেলা। তাই জমিয়তের নেতাকর্মীরা বিগত দুর্যোগকালীন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছে, তা বিরল। অন্য কোনো রাজনৈতিক সংগঠন এভাবে মানুষের পাশে খাটনি খায়নি।
জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি তারা জাতীয় নেতা হয়ে এবং বিভিন্ন কার্যক্রম পিছনে ফেলে যেভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, তা ইতিহাসে নজির হয়ে থাকবে।
প্রধান বক্তার বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হুসাইন, রুস্তমপুর ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক আলামিন জুনায়েদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক আবু তালহা তোফায়েল, সদস্য হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, ইউনিয়ন জমিয়তের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, আতাউর রহমান, হাবিব আহমদ, আব্দুস সালাম, আলামিন প্রমুখ। বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ