কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার, ১৫ জুলা ২০২২ ০৮:০৭

কুলাউড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  বৃহস্পতিবার (১৪ জুলাই) কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের  ভিত্তিতে কুলাউড়া পৌরসভাধীন জয়পাশা এলাকার দিঘীরপাড় থেকে ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি তারা কুলাউড়া উপজেলার ৬ নং কাদিপুর ইউনিয়নের ছকাপন এলাকার রুহুল আমিনের ছেলে মোফাজ্জল করিম মোজাহিদ (২৮) ও  রফিনগর এলাকার মাতাব মিয়ার ছেলে জুবেল মিয়া (৩৫)।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক বলেন, গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ