মৌলভীবাজার সমিতি সিলেট’র উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

প্রকাশিত:মঙ্গলবার, ১২ জুলা ২০২২ ১০:০৭

মৌলভীবাজার সমিতি সিলেট’র উদ্যোগে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  সিলেটে বসবাসকারী মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি সিলেট, এর উদ্যোগে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যাদূর্গত মানুষের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ইউনিয়নের ৯টি জায়গায় এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সমিতির সভাপতি ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, যুগ্ম সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস, সিনিয়র সদস্য সৈয়দ মহসিন হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ মফিক আলী, দপ্তর সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সদস্য অঞ্জন দাস, আজীবন সদস্য আমিরুল ইসলাম সাহেদ, স্থানীয় সমাজসেবক সাইফুল ইসলাম খান, শামীম আহমেদ খান।

কুলাউড়া উপজেলার বাদে ভূকশিমইল, কানে হাত, শশার কান্দি, সাদিপুর, কাজিরগাঁও, বরদল, জাবদা, জালালপুর, মহেশ গৌড়ি এলাকার বন্যাদুর্গত প্রায় দুই শতাধিক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ