১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১০ জুলা ২০২২ ১২:০৭
সুরমাভিউ:- শনিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে গরুর হাট বসানো নিয়ে সিলেট নগরীর পাঠানটুলায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এসময় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
জানা যায়, শনিবার সন্ধ্যার পর নগরীর পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন রাস্তার দুই পাশে গরুর হাট বসানোর প্রস্তুতি চলছিল। এসময় আরেক পক্ষ হাট বসানোর কাজে বাঁধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।
ফলে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে বন্ধ হয়ে পড়ে যান চলাচল।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, গরুর হাট বসানো কেন্দ্র করে স্থানীয়দের সাথে এক পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
অফিস :ইস্ট এন্ড, তালতলা ,সিলেট-৩১০০, বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশকঃ এমদাদুল হক
বার্তা সম্পাদকঃ আবু জাবের
মোবাইলঃ ০১৭১১৩৩১০৭০
ইমেইলঃ surmaview24@gmail.com
Helpline - +88 01719305766